Skip to main content

করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আলেম সমাজের পাঁচটি বিশেষ পরামর্শ:

এক: রোগ-মহামারি কিংবা দুর্যোগ আল্লাহ তায়ালার পক্ষ হতে আসে। বান্দাদের পরীক্ষা করতে বিভিন্ন সময় আল্লাহ তায়ালা এমন করে থাকেন। যেমন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, “অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্যধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।’ (সূরা বাকারা: ১৫৫)

তাই বর্তমান সময়ে আমাদের উচিৎ হবে ধৈর্যধারণ করা, আল্লাহ তায়ালার উপর বিশ্বাস আরও সুদৃঢ় করা এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা।
দুই: মহামারি কিংবা ভাইরাস নতুন কিছু নয়। বিভিন্ন শতাব্দীতে বিশ্বব্যাপী এমন ভাইরাস ছড়িয়ে পড়েছিল। রাসূল সা. এর সময়েও এমন মহামারি রোগ ছড়িয়েছিল।
মানবতার মুক্তির দূত রাসূল সা. এর সমাধানও দিয়ে গেছেন। রাসূল সা. ইরশাদ করেছেন, যদি তোমরা মহামারীর কোনও সংবাদ শোন, তো সেখানে তোমরা প্রবেশ হতে বিরত রাখ। আর যদি কোনও শহরে বা নগরে কেউ সে মহামারীতে আক্রান্ত হয়, তো সেখান থেকে তোমরা বের হয় না।’ (বুখারী শরীফ : হাদীস নং ৫৩৯৬)
তাই কোথাও মহামারি কিংবা সংক্রমণব্যাধি দেখা দিলে ওই জায়গা থেকে প্রস্থান করা অনুচিত। তাই আমাদের হাদিসটির উপর আমল করে গমন ও প্রস্থান বিষয়ে সতর্কতা; প্রয়োজনে কড়াকড়ি আরোপ করা উচিৎ।
তিন: পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই ঘটে। তবে সবকিছুর কারণ ও প্রতিকার বুঝতে আমরা সামর্থ্য রাখি না। কারণ আল্লাহ তায়ালা সবচেয়ে কৌশলী ও প্রজ্ঞাবান। তাই এহেন মুহূর্তে আমাদের উচিৎ হবে মসজিদে ও ঘরে সম্মিলিত কিংবা একাকীভাবে দোয়ার আমল করা। আল্লাহ তায়ালার কাছে সমস্ত অপরাধ ও পাপ থেকে ক্ষমা চাওয়া এবং করোনাভাইরাস সহ সকল প্রকার রোগ থেকে পরিত্রাণ চাওয়া। নতুন করে সব রকম গোনাহ থেকে বিরত থাকা। এবং আর জীবনেও গোনাহ না করার ওয়াদা করা। কান্নাকাটি করা কারণ কান্নাবিজড়িত দোয়া আল্লাহ তায়ালার আজাব কমাতে পারে।
চার: প্রত্যেক মসজিদে কাল ফজর থেকে কুনুতে নাজেলা পড়া হোক। কারণ কুনুতে নাজেলার মাধ্যমে আল্লাহ তায়ালা কাছে বিশেষ আর্জি করা হয়। যেমন হযরত আবু হুরায়রা রা. বলেন, “রাসূল সা. ফজরের নামাযের সময় সর্বদা কুনুত নাজেলা পড়তেন না। শুধু পড়তেন কোন জাতির জন্য দোয়া করতে বা বদদোয়া করার প্রয়োজন হলে। তিনি কুনুত পড়তেন যখন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের রুকু থেকে মাথা উঠাতেন”।
আরবের বিভিন্ন দেশে মানুষ মসজিদে যাচ্ছে না। জুমার নামাযে অংশ নিচ্ছে না। এটা অনুচিত ও গর্হিত কাজ। যে আল্লাহ তায়ালা এই রোগ দিয়েছেন তার কাছেই মুক্তি চাওয়াই প্রকৃত মুমিনের কাজ।তাই মসজিদে মসজিদে কুনুতে নাজেলার আমল করা হোক।
পাঁচ : সর্বাবস্থায় নিজেকে পরিচ্ছন্ন রাখুন।
নিজেকে জীবাণুমুক্ত রাখুন, দু’হাত ধৌত করুন। সবসময় অজু অবস্থায় থাকতে চেষ্টা করুন। ময়লা আবর্জনার মাধ্যমে কোন ব্যাধি যেন না ছড়ায় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা রোগ নিরাময়ে সহযোগী এবং একটি সুন্নাহসম্মত কাজ।
#### নিজে আমল করুন এবং শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ দান করুন।

Comments

Popular posts from this blog

Today's Special Rate From ITALY.

Today's Special Rate From ITALY. Date: 15-03-2020 Time: Start From (07.25 AM) ->>To Get Our Regular Update Rates, Please Press "Like" On Our Regular Posts & Also Our Fan Page NEC MONEY ✅ Nec Money Andorid Phone App Link :-  https://play.google.com/store/apps/details… ✅ Nec Money Iphone App Link :- https://apps.apple.com/us/app/nec-money/id1476959641 ✅ Send Money Online Tutorial :- https://my.pcloud.com/publink/show…

✅করোনা ভাইরাস!

✅ করোনা ভাইরাস! ✅ আতঙ্কিত না হয়ে সচেতন হোন, নিজে বাচুঁন ও দেশকে বাচাঁন। ✅ আল্লাহর উপর ভরসা রাখুন, বেশি বেশি ইবাদত করুন। www.necmoney.com

Today's update Rate From Italy, Spain, Portugal, Cyprus, France, Austria

Today's update Rate From Italy, Spain, Portugal, Cyprus, France, Austria Date: 10-01-2020 Time: Start From (09:47 A.M) ->>To Get Our Regular Update Rates, Please Press "Like" On Our Regular Posts & Also Our Fan Page NEC MONEY TRANSFER LIMITED